অদ্য ২৬.০১.২০২৫খ্রিঃ তারিখে কর্তৃপক্ষের মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তন ১১ তলায় "বিআইডব্লিউটিএ'র বিভিন্ন বিভাগের কর্মরত কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা উন্নয়নের অংশ হিসেবে তদন্ত প্রতিবেদন লিখন ও সুপারিশ প্রণয়নে অনুসরণীয় বিষয়াদি" সংক্রান্ত ইন হাউস প্রশিক্ষণ/কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণ/কর্মশালায় প্রধান অতিথি হিসেবে সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন ক্যাপ্টেন মোঃ মোয়াজ্জেম হোসেন, সদস্য (অর্থ)। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কাজী ওয়াকিল নওয়াজ, পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ বিভাগ) বিআইডব্লিউটিএ, ঢাকা। উক্ত প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং অনলাইনে দেশের বিভিন্ন শাখা অফিস/নদী বন্দরের বন্দর কর্মকর্তাবৃন্দ ও প্রকৌশলীগণ অংশগ্রহণ করেন।